বর্ণমালার ঘুড়ি
বর্ণমালার ঘুড়ি
আহমদ আল হুসাইন
নীল আকাশে দেই উড়িয়ে
বর্ণমালার ঘুড়ি
আবেগ এবং মধুর গানে
বাংলা আমায় কাছে টানে
বিশ্ব জুড়ে বাংলা ভাষার
নেই তো কোন জুড়ি
ফেব্রুয়ারির একুশ তারিখ
আগুন ঝরা দিনে
বাংলা মায়ের দামাল ছেলে
বুকের তাজা রক্ত দিয়ে
বাংলা আনে কিনে
প্রাণটা দিয়ে করল যারা
অসাধ্যকে সাধন
স্মৃতির রঙিন স্বপ্ন টানাই
শ্রদ্ধা এবং সালাম জানাই
সবাই মিলে আজকে তাদের
জানাই অভিবাদন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন