ব্লগাররাই দায়ী
ব্লগাররাই দায়ী
আহমদ আল হুসাইন
অতিরিক্ত কোন কিছুরই
ফলাফল ভালো হয় না মোটেও । বেশি টাইট দিলে নাটের প্যাচ যেমন কেটে যায় , আকজের এই সহিংসতা ই তার একটা প্রতিবিম্ব । শাহবাগের গণজাগরণ
ছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উজ্জীবিত হয়ে জেগে উঠার আন্দোলন । জামাত শিবিরের
বিরুদ্ধে গণমানুষের অতি গুরুত্বপূর্ণ একটি আন্দোলন । দল মত নির্বিশেষে সবাই যে যার
অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ
করেছিল এই আন্দোলনে । শাহবাগের এই গণজাগরণ , এই আন্দোলন ইসলামের বিরুদ্ধে কোন আন্দোলন ছিল না । সবাই
কুলাঙ্গার যুদ্ধাপরাধীদের ফাঁসি চেয়েছিল এবং চায় । এখনও চায় । ফাঁসি না হওয়া
পর্যন্ত এই চাওয়া থাকবে দেশ প্রেমিক প্রতিটি মানুষের হৃদয়ে , হৃদয়ের গহিনে , চিন্তা চেতনায় । থাকবে তাদের অস্তি মজ্জায় , রক্তে মাংশে । অথচ কিছু নাবালক , মানসিক ভারসাম্যহীন নাস্তিক ব্লগাররা জামাত শিবিরের বিপক্ষে
অবস্থান নিতে গিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে । আল্লাহ এবং রাসুল (সঃ ) এর
সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে , ব্লগ লিখে সাধারণ ধর্মানুরাগী মানুষদের খেপিয়ে তুলেছে । ইসলামী দলের কিছু
নাবালক সদস্য শহীদ মিনার ভাংচুর করে এবং জাতীয় পতাকা ছিঁড়ে যে ধৃষ্টতা দেখিয়েছে এর
জন্য শেয়াল পণ্ডিত ব্লগাররাই অনেকটা দায়ী ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন