ছড়ার নেশায় আসক্ত
ছড়ার নেশায় আসক্ত
আহমদ আল হুসাইন
বই এর সাথে প্রেম জমেছিল সেই ছোটবেলাতেই । হোস্টেলে নাস্তার টাকা বাচিয়ে বই কিনতাম । সপ্তাহে কয়েকবার যেতাম পল্টনে । পল্টন মোড়ের পুরানো বই এর দোকানদারদের সাথেও সখ্যতা জমে উঠেছিল । নামকরা লেখকদের বই কিনতাম । শাহেদ আলীর '' জিবরাইলের ডানা '' আমাকে খুব বেশি স্পর্শ করেছিল । লুকিয়ে লুকিয়ে দু চার লাইন লিখতাম । বলে এর সাথে চলে , মামা র সাথে জামা মিলিয়ে কবিতাও লিখতাম ।
ছন্দ , ছন্দের কারুকার্য , উপমা , চিত্রকল্প এসব ছিল আমার কাছে ভিনদেশিদের মত । অন্তমিল ছিল অনেক কাছের , অনেক আপন , দেশীয় । প্রথম যেদিন আমার এই অন্তমিল প্রতিভার প্রকাশ ঘটল বন্ধুদের কাছে , কবি নামে পরিচিত হয়ে গেলাম সবার কাছে । তাচ্ছিল্যের সুরে রবীন্দ্রনাথ , নজরুল নামে ডাকা শুরু করল অনেকেই । তুই তো রবীন্দ্রনাথকেও হার মানাবি । তোর এই কবি প্রতিভা দেখলে আমি নিশ্চিত নজরুল কবিতা লেখা বন্ধ করে দিত । এরকম অনেক কথাই শুনতে হত ।
ছন্দের বই কিনলাম । অল্প দিনেই আয়ত্তে আনলাম । স্বরবৃত্তের চাদরে কবিতা জড়িয়ে ছড়া লেখা শুরু করলাম । শিশু একাডেমী থেকে কেনা শুরু করলাম ছড়ার বই । ছড়ার নেশায় বুদ হয়ে গেলাম । হয়ে গেলাম ছড়াখোর । ছড়া না পড়লে ছড়া না লিখলে ভালই লাগে না । ক্লাসে পিছনের সারিতে বসে ছড়া লিখতাম । সমস্যায় পড়তাম বাড়িতে গেলে । পল্টনের পুরানো বই আর ছড়ার বই দেখে ভাইয়া আর আম্মা আমাকে রীতিমত রিমান্ডে নিতেন । আম্মার অভিযোগ লেখা পড়া বাদ দিয়ে এসব শুরু করলাম কেন ? বই কিনবি তো নতুন বই কিন । ভাল ভাল উপন্যাস কিনলে তাও না হয় পড়া যায় , এসব ছড়ার বই কিনে টাকা নষ্ট করিস ক্যান ? ভাইয়ার অভিযোগ । ভাইয়া , শিশুতোষ লিখতে হলে শিশুদের বই পড়তে হয় । তুই কি এখনও শিশু আছিস ? পরের বার বাড়িতে আসার সময় উপন্যাস কিনে আনার লোভ দেখিয়ে ভাইয়াকে থামাই । নিজের পক্ষে নিয়ে আসি । আমার লেখা ছড়া দেখাই । ভাইয়া আর আম্মাও আমাকে কবি বলা শুরু করল ।
এক সময় পাক্ষিক মাসিক আর জাতীয় দৈনিকে ছাপাও হতে শুরু করল আমার ছড়া । হাফ সেঞ্চুরি করলাম অল্প দিনেই । যদিও ভালো মানের ছড়ার সংখ্যা আমার একেবারেই শুন্য । সাহিত্য আড্ডায় গিয়ে অনেক বাহবা পেয়েছি । পুরুস্কার হিসেবে টাকা , বই পেয়েছি । পেয়েছি অনেকের ভালবাসা । গতকাল বই মেলায় গিয়েও পাঁচটা ছড়ার বই কিনেছি । যদিও এখন আর ছড়া লিখতে পারি না । ব্লগে লিখতেই ভালো লাগে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন