বাংলা ভালোবাসি
বাংলা ভালোবাসি
আহমদ আল হুসাইন
দোয়েল পাখির শিসে
বর্ণমালার আকাশ জুড়ে
রফিক শফিক সালাম ঘুরে
বাংলা ভাষার গল্প আছে
প্রানের সাথে মিশে
বাংলা আমার মায়ের আদর
ঘাস ফড়িঙের হাসি
কৃষ্ণচুড়ার ডালে ডালে
ভালোবাসার রঙিন জালে
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা ভালোবাসি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন