টুকরো স্মৃতি
টুকরো স্মৃতি
আহমদ আল হুসাইন
ছোট্ট বেলার দিনগুলি আজ আসতো যদি ফিরে
সময় দিয়ে বেধে রাখা শক্ত রশি ছিঁড়ে
সে সব দিনের টুকরো স্মৃতি হাওয়ার সুরে সুরে
বিকেল হলে নীল আকাশে মেঘ হয়ে যে উড়ে
উড়ে যাওয়া পাখির ডানায় ছোট্ট বেলার ছবি
আঁকতে গেলে তখন আমার মন হয়ে যায় কবি
রামধনুকের রঙিন নায়ে স্বপ্নগুলো পুষি
খুশির ঠেলায় বসাই আবার বইয়ের উপর ঘুষি
হারিয়ে দিনের খোঁজে চক্ষু দু টি বুজি
ছোট্ট বেলার আনন্দ টা এখন আমি বুঝি
আহমদ আল হুসাইন
ছোট্ট বেলার দিনগুলি আজ আসতো যদি ফিরে
সময় দিয়ে বেধে রাখা শক্ত রশি ছিঁড়ে
সে সব দিনের টুকরো স্মৃতি হাওয়ার সুরে সুরে
বিকেল হলে নীল আকাশে মেঘ হয়ে যে উড়ে
উড়ে যাওয়া পাখির ডানায় ছোট্ট বেলার ছবি
আঁকতে গেলে তখন আমার মন হয়ে যায় কবি
রামধনুকের রঙিন নায়ে স্বপ্নগুলো পুষি
খুশির ঠেলায় বসাই আবার বইয়ের উপর ঘুষি
হারিয়ে দিনের খোঁজে চক্ষু দু টি বুজি
ছোট্ট বেলার আনন্দ টা এখন আমি বুঝি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন