কামরুল আওয়ামীলীগের অবৈধ সন্তান

কামরুল আওয়ামীলীগের অবৈধ সন্তান
আহমদ আল হুসাইন

গত ১০ ই মে শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত হেফাজতের জ্বালাও-পোড়াও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । এই প্রতিবাদ সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন হেফাজতে ইসলাম বিএনপি-জামায়াতের অবৈধ সন্তান । তারা একটি পরগাছা। আর পরগাছা কখনোই বেশি দিন বাঁচতে পারে না। তাদের মুত্যু অচিরেই হবে।

হেফাজতের মৃত্যু না হলেও শাপলা চত্বরে মৃত্যুর রঙিন বাইস্কপ দেখেছে দলটি । আর আওয়ামী পিচাশরূপি হায়েনা পুলিশদের নির্মমতার কাছে যেখানে হার মেনেছে পাকিস্থানি সৈন্যদের অবানবিক,পাশবিক নির্যাতন , সেখানে তো হেফাজতে ইসলামদের নিজেদেরকে ই হেফাজত করা দুরূহ ।

কামরুল ইসলাম ইসলাম যদি আইন প্রতিমন্ত্রীর পদমর্যাদার একটা চেয়ারে বসে অশালীন ভাষা ব্যবহার করতে পারেন, হেফাজতে ইসলামকে কারও অবৈধ সন্তান বলতে পারেন , তাহলে এদেশের সাধারন জনগন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকেও ভারত কিংবা আওয়ামীলীগের অবৈধ সন্তান বলতে পারে ।
 

মন্তব্যসমূহ