কবি ইজ কবি , গ্রেট ইজ গ্রেট


কবি ইজ কবি , গ্রেট ইজ গ্রেট
  আহমদ আল হুসাইন

একজন কবি সে তার নিজের মতাদর্শে চলবে এটাই স্বাভাবিক । তার সেই মতাদর্শ হতে পারে ভুল । কিন্তু সে তার নিজের কাছে , সে তার নিজের জায়গা থেকে সঠিক । ভালো না লাগলে কবির কবিতা পড়ার তো দরকার নেই । তার বই ছুঁয়ে দেখারও দরকার নেই । ফেসবুকে দু চার টা স্ট্যাটাস দিয়ে লাইক কমেন্ট পাওয়া সাবালক কবি লেখকরা বড় মাপের কবিদের তুলোধুনা করছে শখের বসেই । অন্যের দেখা দেখি । আরে জানিস না কবি আল ম...াহমুদ কে পচিয়ে একটা স্ট্যাটাস দিয়েছি আজ । এরকম মিঠা বাক্য অদের কাছে অনেক গর্বের । বন্ধু মহলে , ফেসবুক দুনিয়ায় লাইক কমেন্ট পেয়েই এরা নিজেকে আল মাহমুদের চেয়ে বড় মনে করতে শুরু করে । নিজেদের অপরিপক্ক মস্তিস্কের চিন্তা চেতনা এসব বড় মাপের মানুষদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত এরা । '' কাবিলের বোন '' , '' সোনালি কাবীন '' এর মত কিছু একটা সৃষ্টি করে বিরোধিতা করলে তাও না হয় মানায় । ছোট বেলায় পড়ে আসা ' নোলক '' কবিতা পড়ে তো পরীক্ষায় পাস করে এসেছ । কিছুটা হলেও তো জ্ঞান নিয়েছ এই কবিতা থেকে । কবির কাছে এসব ফিরিয়ে দিয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালি দাও । কবি তোমার থেকে কম বুঝে না তার চিন্তা চেতনা , সৃষ্টিশীলতা ছুঁতে তোমার এখনও অনেক দেরী আছে । তোমার জন্য সে পথ অনেক দূর । হুমায়ন আজাদ স্যার কে মেরে এরা এখনও ক্ষান্ত হয় নি । এবার আল মাহমুদের পিছু নিয়েছে এসব প্রেতাত্মা ।

মন্তব্যসমূহ