কষ্ট কষ্ট আর কষ্ট
কষ্ট কষ্ট আর কষ্ট
আহমদ আল হুসাইন
কষ্ট কষ্ট আর কষ্ট । পৃথিবীতে আছে অফুরন্ত কষ্ট । বৈচিত্র্যময় এই কষ্টগুলো অবিনশ্বর । কষ্টের কোন শেষ নেই । কষ্টই জীবন । জীবনের বেচে থাকার কাঁচামাল । তাই হয় তো মানুষের জীবন থেকে কষ্ট পিছু ছাড়ে না কখনই । কারও জন্য অনেক কিছু করার পর শেষ উপহার টা সে দেয় এই কষ্ট দিয়েই । জীবনের শ্রেষ্ঠ উপহার বুঝি এই কষ্টই ।
সময়ের ইন্টারফেসের যেমন পরিবর্তন হয়েছে , তেমনই পরিবর্তন এসেছে মানুষের আবেগ, অনুভূতি, ভালোলাগা আর ভালবাসায় । সেই সাথে পরিবর্তনের শিকার হয়েছে শ্রদ্ধা আর স্নেহের মতো হৃদয় ঘটিত ব্যাপারগুলোও । অনেকের বিনোদনের জন্য এক চমকপ্রদ পন্থা হল অন্যকে কষ্ট দেওয়া । কেউ কেউ আবার কষ্ট দিয়ে ই সুখ খুজে পায় । কষ্ট পেয়েও খুশি হয় এমন মানুষও আছে । আবার এমন মানুষের সংখ্যাও অনেক যারা অন্য কে কষ্ট দিয়ে নিজে আরও বেশি কষ্ট পায় । সব মিলিয়ে বলা যায় মানুষের জীবনে কষ্টের ভূমিকা অপরিসীম ।
কষ্ট দিয়েছি । কষ্ট পেয়েছিও । কষ্ট পাওয়ার পাল্লাই মনে হয় বেশি ভারী । ইচ্ছে করে কাউ কে কষ্ট দিই নি । দিতেও চাই নি । মানুষ কে অনিচ্ছায় কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন