বৃষ্টি শেষে
বৃষ্টি শেষে
আহমদ আল হুসাইন
রিম ঝিমা ঝিম ছন্দ
তুলে
মোহন বাঁশির সুরে
বৃষ্টি নামে মাঝির
নায়ে
স্বপ্ন আঁকা মাটির
পায়ে
শহর গায়ে
বৃষ্টি নামে দূরে
বৃষ্টি পড়ে কদম কেয়ার
গালে
দোয়েল ভিজে নিঝুম
গাছের ডালে
টিনের চালে থেমে থেমে
বাদ্য বাজায় কি যে
কলা পাতার ভেলায় ভেসে
বৃষ্টি নামে মিষ্টি
হেসে
বৃষ্টি শেষে
সব কিছু যায় ভিজে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন