আল্লামা শফির হেলিকাপ্টার আরোহণ ; অনেকের বুকের ভিতরে কালবৈশাখীর ঝড়

আল্লামা শফির হেলিকাপ্টার আরোহণ ; অনেকের বুকের ভিতরে কালবৈশাখীর ঝড়
আহমদ আল হুসাইন

যে কাজ টা আমি জীবনেও করি  নাই , করতে পারি নাই , ইচ্ছে করলেও এখন করতে পারি না , সেই কাজ টা অন্য কেউ করলে আমার তো একটু সুড়সুড়ি লাগবে ই । লাগার ই কথা । সর্বাঙ্গে যে আমার চুলকানি উঠবে এটা ই স্বাভাবিক ।

হেলিকাপ্টার এ যারা এখনও চড়ে নাই ( আমিও চড়ি নাই ) , মাথার উপর দিয়ে হেলিকাপ্টার হাওয়ায় ভেসে  গেলে একটু তো আফসোস হবে ই । আর সেই হেলিকাপ্টার এ চড়ে যদি আল্লামা শফি সাহেব যান তাহলে তো আর কথাই নাই ।

আল্লামা শফি সাহেবের হেলিকাপ্টার আরোহণ এখন অনেকের বুকের ভিতরে কালবৈশাখীর ঝড় তুলেছে । কপাল চাপড়াতে চাপড়াতে তারা অস্থির । এই সমস্যায় ভুগছে এদেশের ফেসবুকি কবি সাহিত্যিকগণ । ইসলাম বিদ্বেষীরা , ছাগু নাস্তিক আর নাস্তিকের পঙ্গপালেরা এই বুক জ্বালা সমস্যায় বেশ এগিয়ে ।



মন্তব্যসমূহ