চুদুরবুদুরের ফাঁদে জাতীয় সংসদ
আহমদ আল হুসাইন


''ডিজিটাল বাংলাদেশ '' এর স্বপ্নদ্রষ্টা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার। লোডশেডিং এ যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত হয়েও ''ডিজিটাল বাংলাদেশ '' এর স্বপ্ন দেখা খারাপ কিছু নয়। উচ্চাভিলাষী জীবনযাত্রা আর উচ্চাভিলাষী বাজেট থাকলে আমাদের উচ্চাভিলাষী স্বপ্ন থাকাটাই স্বাভাবিক । যারা স্বপ্ন দেখেন এবং অন্যকে স্বপ্ন দেখা তারা সত্যি ই অসাধারণ মানুষ । তবে কেউ একজন বলেছে, স্বপ্ন দেখা ভালো স্বপ্নে ভাসা ভালো না । কিন্তু স্বপ্ন দেখতে গেলে একটু আধটু টো টো স্বপ্নে ভাসতেই হয়।

এই ডিজিটাল সরকার যখন স্বপ্নে ভাসতে শুরু করেছে তখনই একেরপর এক ওয়েবসাইট হ্যাক করতে শুরু করেছে হ্যাকাররা । সরকারের দুঃশাসন, নাস্তিকদের সরকার কর্তৃক পৃষ্ঠপোষকতা, চলমান গণহত্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাইবার স্পেসে হামলা চালিয়েছে বিশ্বের শীর্ষ এক হ্যাকার গ্রুপ। তারা এই পর্যন্ত বাংলাদেশের ১৩টি সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে ।এই হ্যাকিং এ শীর্ষে আছে বিশ্বখ্যাত হ্যাকার সংগঠন অ্যানোনিমাস।

গত ৪ মে দৈনিক প্রথম আলো, ইংরেজি দৈনিক ডেইলি স্টার এবং দেশের অন্যতম প্রধান বাংলা ব্লগ সাইট সামহোয়্যারইন ব্লগ হ্যাক করে তারা। পরদিনই আবার নতুন করে ১৩টি সরকারি সাইট হ্যাক করে। এর মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’ হ্যাক করে হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের হ্যাকাররা। হ্যাক করা সাইটে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি টানিয়ে দিয়ে ইংরেজিতে লেখা হয়েছিল ‘ব্রেকিং নিউজ : শেখ হাসিনা মারা গেছেন’! প্রধানমন্ত্রীর ছবিসহ এই খবরটি একাত্তরের ওয়েবসাইটে বেশ কিছু সময় পর্যন্ত দেখা গেছে । এ ছাড়াও বাংলাদেশে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। কিন্তু এই ডিজিটাল নামধারি সরকারের পক্ষ থেকে তা প্রতিহত করার কোন উপায় নেই বললেই চলে ।

সবশেষ আজ জাতীয় সংসদের ওয়েব সাইট হ্যাকড হয়েছে। আসল ঠিকানার স্থলে ‘চুদুরবুদুরডটকম’ লিখলে বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েব পেজটি খুলে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রকৃত ওয়েব ঠিকানা http://www.parliament.gov.bd/। কিন্তু হ্যাকড হওয়ার পর থেকে সংসদের ওয়েবপেজটি http://www.chudurbudur.com/ ঠিকানায় খোলা সম্ভব হচ্ছে। উল্লেখ্য গত ৯ জুন বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার জাতীয় সংসদে বলেছিলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন।” এরপরেই চুদুরবুদুর আলোচনায় আসে। চলে দীর্ঘ তর্ক বিতর্ক । সবশেষে চুদুরবুদুর জয়ী হয় । জাতীয় সংসদের ওয়েব সাইটের ঠিকানায় নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছে এই চুদুরবুদুর।



মন্তব্যসমূহ