ফেসবুক প্রেম
আহমদ আল হুসাইন
সেমিস্টার ফাইনাল
উপলক্ষে খুব পড়ালেখা করিতেছি । ফেসবুকের আলো ঝলমল মায়াবী চেহারাখানা দেখিয়া পড়িতে
ই আমি অভ্যস্ত হইয়া পড়িয়াছি । তাই ফেসবুক এর পাতা খুলিয়া আমি পড়িতে বসি । ICT র কম্পোনেন্ট খুঁজিতে খুঁজিতে আমি প্রায় দিশেহারা হইয়া পড়িয়াছি । একটু আগে
ইহা আমি খুঁজিয়া পাইলাম । কিন্তু এখন আর ইহা পড়ার আগ্রহ আমার বিন্দু মাত্র নাই ।
নোট করিতে করিতে যখন
দুই টা কলমের কালি নিঃশেষ হইয়া গেল তখন ই আমি বুঝিলাম যে আমি সত্যি ই খুব পড়ালেখা
করিতেছি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন