দ্বিতীয় মুক্তিযোদ্ধারা রাজাকার হতে চলেছে

আহমদ আল হুসাইন



ভাত ছিটাইলে কাক আসে আর টাকা ছিটাইলে মানুষ আসে । প্রকৃতির অমোঘ নিয়মের একটি এটি। এমন হবে । হতেই হবে । সরকার টাকা ছিটাইছিল । শাহবাগে লোকের ভিড় জমেছিল। কেউ পেয়েছে আর কেউ পায় নি । আমি দুই দিন বিরয়ানী পেয়েছিলাম। টাকার গন্ধ পেয়েছি। হাতে আসে নি। মনে আমার তাই ঢের দুঃখ।

শাহবাগের কি যেন এক মঞ্ছ থেকে ইসলামী ব্যাংক বন্ধের দাবি তোলা হয়েছিল। সেই ব্যাংক বন্ধ হয়নি তবে ব্যাংকের হৃৎপিণ্ডে ক্ষতের উপশম কিছুটা হলেও পরিলক্ষিত হয়েছে। যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে সেই মঞ্চের তালিকায় থাকা ইসলামী ব্যাংকের ২৭৭তম শাখা নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে  উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকারদের সেই ব্যাংকের একটা শাখার শুভ উদ্বোধন করেছে । শাহবাগের সেই আবালরা কি এর প্রতিবাদ জানিয়েছে? নাকি ইসলামী ব্যাংক ওদের কিছু উৎকোচ দিয়েছে?

আমার মনে হয় ইসলামী ব্যাংক ছুদুরবুদুর সেই মঞ্চের খলনায়কদের কিছু টাকা দিয়ে সর্বোপরি আকিকা দিয়ে নিজেদের খোলস পরিবর্তন করতে সক্ষম হয়েছে। আর সেই আকিকার ফলে রাজাকারদের ইসলামী ব্যাংক এখন মুক্তি যোদ্ধাদের ইসলামী ব্যাংক।


সরকারের মদদ,ফ্রি খাবার,গাজা সেবন, পুলিশ পাহারা আর সিসি ক্যামারা বুকে জড়িয়ে ধরে ই শুরু হয়েছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। যে সমস্ত আবালেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানে না তারাই একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে। এরা বুঝতে পারে নাই যে আওয়ামীলীগ নিজেদের স্বার্থ হাসিলের জন্যই এই নাট্যমঞ্ছ তৈরি করেছিল।


মন্তব্যসমূহ