পরীক্ষা
আহমদ আল হুসাইন


পরীক্ষা নামের জটিল বিক্রিয়া এখনও অসমাপ্ত । শক্তিশালী কোন প্রভাবক না থাকায় এই বিক্রিয়ার গতি একেবারে ই কম । একটা পরিক্ষা এবং ভাইভা এখনও বাকি । ইতিমধ্যেই আমার ঈদ ঈদ ভাব শুরু হয়ে গেছে । পরিক্ষা শেষ না হতেই সেই শেষ হওয়ার রঙ বেরঙের বৈচিত্র্যময় আনন্দ উত্তাল সাগরের ঢেউ এর মত আছড়ে পড়ছে চারপাশে । আছড়ে পড়ছে আমার অনুভুতিগুলো । ''পরিক্ষা শেষের পথে'' এই যে আনন্দ এটা একেবারে শেষ হয়ে যাওয়ার আনন্দের তুলনায় অনেক বেশি । এই আনন্দে এখন আমি আর পড়তেই পারছি না ।

মন্তব্যসমূহ