তুমি আমার হাইকোর্ট, তুমি ই আমার সুপ্রিম কোর্ট
আহমদ আল হুসাইন

খুব অস্থির লাগছে । তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব । ভালো লাগছে না কিছুই । বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো । তোমার কলের অপেক্ষায় আমি । এসএমএস এর রিংটোন বেজে উঠলেই চমকে উঠছি আমি । এই বুঝি তোমার এসএমএস এলো ।

চারপাশের এত সব বাধা বিপত্তি আর চড়াই উতরাই ছিল না দু দিন আগেও । চাইলেই কথা বলতে পারতাম । মনের ছোট ছোট কথাগুলো এসএমএস বক্সে পুড়ে পাঠিয়ে দিতে পারতাম তোমার কাছে । এখন পারছি না । এই না পারার কষ্টগুলোর দংশনে আমি নীল হয়ে যাচ্ছি বারবার । আমার ভালোলাগা , মন্দলাগা কিংবা কষ্টের কথাগুলো বলতে পারি খুব সহজেই । তুমি পার না এসব করতে । শুধুই ভালবাসতে পার । কিভাবে এতটা ভালবাসতে পার তুমি ?

তোমার এই এই স্বতঃস্ফূর্ত ভালবাসার রঙ্গিন জালে আটকে গেছি আমি । প্রতি টা মুহূর্ত তুমি আমার এই ছোট্ট মনের আকাশে মুক্ত বিহঙ্গের মত উড়তে থাক । আমি তোমাকে নিয়ে কবিতা লিখি । গল্প লিখি । খাতার পাতা ভরে লিখি তোমার নাম । সে দিন তো ব্যাগ থেকে খাতা বের করতেই ধরা খেয়ে গেলাম তোমার কাছে । খাতা বের করতেই দেখলে তোমাকে নিয়ে সেই কবিতা লেখা ।

সারাক্ষন তোমার কথা মনে পড়ে । তোমাকে পাগলী বলে ডাকতে ইচ্ছে করে । অস্থির হয়ে যাই আমি তোমার কাছে যাওয়ার জন্য । তোমাকে একটু দেখার জন্য । একটু সময় তোমার সাথে থাকার জন্য ।

অনেক ভালবাসি তোমাকে , অনেক স্রদ্ধা করি । কিন্তু মাঝে মাঝে আবেগের আতিশয্যে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলি । অনেক কষ্ট দিয়েছি তোমাকে । সরি পাগলী , আর একটুও কষ্ট দিব না তোমাকে । একটুও না । কান ধরে বলছি । প্লিজ বিশ্বাস কর প্লিজ ....................................

তোমার সাথে দেখা করতে না পারলে , তোমার সামনে দাড়িয়ে তোমাকে পাগলি বলে ডাকতে না পারলে আমি খুব কষ্ট পাই । আর তখন আমি পাগলামি করি । আমার এসব পাগলামির মানে কি তুমি একটুও বুঝ না ? কেন আমি তোমার সাথে এমন করি ।তোমার ভালবাসার বাঁধন ছিঁড়ে আমি দূরে যেতে পারি না । পারবো ও না। আমি তোমাকে ছেড়ে দূরে যেতে চাই না । আমি তো বলেছি ই যে তুমি আমার হাইকোর্ট , তুমি ই আমার সুপ্রিম কোর্ট । তোমার সব দণ্ডাদেশ আমি মেনে নিতে রাজি আছি ।
তুমি আমার পাগলি ।

তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি ......

মন্তব্যসমূহ