সদস্যপদ রক্ষা
আহমদ আল হুসাইন
সদস্যপদ রক্ষা অথবা
টিকে থাকার তাগিদে কিংবা ভদ্রতার খাতিরে ই আজ সংসদে যাচ্ছে বিএনপি । বিএনপির সংসদে
আগমন উপলক্ষে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের মধ্যে উৎসব মুখর একটা পরিবেশের সৃষ্টি
হয়েছে । দেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিনও বেশ ফুরফুরে মেজাজে আছেন ।
সরেজমিন ঘুরে দেখা
গেছে বিএনপির সংসদে আগমনের পর যে হট্টগোল , চিল্লাচিল্লি , টেবিল চাপড়ানোসহ যাবতীয় অসৌজন্যমূলক আচরন করা হবে তার রিহারসেল নিয়ে খুব
ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী সংসদ সদস্যরা । এদিকে বিএনপি শিবিরেও চলছে ওয়াকআউট এর
রিহারসেল নিয়ে জোর প্রস্তুতি । নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন জুনিয়র নেতা
বলেন , ''সদস্যপদ রক্ষার জন্য নয় , নতুন স্পিকারের
আহবানেই আমরা সংসদে যাচ্ছি’’ ।
দীর্ঘদিন পর হলেও
বিএনপির সংসদমুখি হওয়ায় দেশের জনগণ আশায় বুক বেঁধেছেন । কারন সরকার দলীয় সংসদ
সদস্যদের বেরসিক,বেসামাল আর অসংলগ্ন বক্তব্য শুনতে আর মোটেও ভাল লাগছে না
।
সংসদে মিথ্যাচারের এক
রাজত্ব আর আধিপত্য বিস্তারে যার পর নাই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বার্থন্নেষী একটি
মহল । রানা প্লাজা ধসের পর দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তি সংসদে দাড়িয়ে
নির্লজ্জের মত অবলীলায় বলেছেন , ‘’ রানা যুবলীগ কিংবা আমাদের দলের কেউ ই না ‘’ বলেন বিএনপির আরেকজন পাতি নেতা । তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা
সরকার শিবিরে দুর্নীতিবাজ হিসেবে খ্যাত তারেক রহমানের ব্যাপারে সংসদে বিএনপি কোন
কথা বলবে না বলে জানান তিনি ।
সংসদ অধিবেশনে কোন
দলের পারফর্মেন্স ভালো হবে সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন