‘জামিন’ পেয়েছে ইউটিউব
আহমদ আল হুসাইন
বিরোধী দলের নেতা
কর্মীদের মতই সরকারের ''অন্ধকূপ কারাগার '' থেকে মুক্তি পেয়েছে
ইউটিউব । দীর্ঘ আট মাস পরে জালেম সরকারের অত্যাচার নির্যাতন আর নিপীড়ন থেকে ছাড়া
পেয়ে বেশ উৎফুল্ল ভিডিও শেয়ারিং এর জনপ্রিয় এই ওয়েবসাইট টি । ''নাবালক সরকার সাবালক হয়েছে, সেই সাথে শুভ বুদ্ধির উদয় হয়েছে সরকারের । জেল জুলুম আর
মামলা করে কখনই কোন দেশে ইউটিউব কে বন্ধ রাখা যায় নি এবং আগামীতেও বন্ধ রাখা যাবে
না '' কারা মুক্তির পর জেল গেটে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে
এসব প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউটিউব ।
সরকার কে হুশিয়ার করে
ইউটিউব বলে , ৫ ই মার্চ রাতের অন্ধকারে মতিঝিল শাপলা চত্বরে সরকার যে
নগ্নতার বহি;প্রকাশ দেখিয়েছে, অচিরেই তার এইচডি (HD) প্রিন্ট ভিডিও আপলোড করা হবে। সরকারের কঠোর সমালোচনা করে ইউটিউব বলে, নারীর ক্ষমতায়ন নিয়ে এই সরকার কুতকুত খেলায় মেতে উঠেছে। স্পিকার হিসেবে ড.
শিরীন শারমিন যোগ্য নয় বলেও মন্তব্য করে এই সাইট টি । একই সাথে পৃথিবীর নারী
সমাজের গর্ব, বাংলাদেশের সুন্দরী নারীদের অহংকার নারী নেত্রি কোকিল
কণ্ঠি কুখ্যাত সাহারা খাতুন কে স্পিকার করারও জোর দাবি জানায়। এই সময় ইউটিউব এর
পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন