তোমার কবিতাগুলো
তোমার কবিতাগুলো
আহমদ আল হুসাইন
হিম শীতল বাতাসের পিঠে ভর করে
রোজ তুমি ছুয়ে যাও আমাকে
আর আমি ছুঁতে গিয়েও পারি না
তোমার লেখা কবিতার নরম হাত পা ছুই , ছুঁতে দেখি
অন্ধকারে, আলোয়
তুমি হেসে ওঠো, ভেসে ওঠো জলছাপ ভাললাগার আয়নায়
তোমার কবিতাগুলো এত লাজুক কেন
আমাকে দেখে ওরা ঘোমটা দেয়
চুপি চুপি ডাইরি থেকে বেড়িয়ে পরে
আমার আর আমার এই ছোট্ট রুমের চারপাশ জুড়ে
লুকোচুরি খেলে তোমার কবিতাগুলো ।
আহমদ আল হুসাইন
হিম শীতল বাতাসের পিঠে ভর করে
রোজ তুমি ছুয়ে যাও আমাকে
আর আমি ছুঁতে গিয়েও পারি না
তোমার লেখা কবিতার নরম হাত পা ছুই , ছুঁতে দেখি
অন্ধকারে, আলোয়
তুমি হেসে ওঠো, ভেসে ওঠো জলছাপ ভাললাগার আয়নায়
তোমার কবিতাগুলো এত লাজুক কেন
আমাকে দেখে ওরা ঘোমটা দেয়
চুপি চুপি ডাইরি থেকে বেড়িয়ে পরে
আমার আর আমার এই ছোট্ট রুমের চারপাশ জুড়ে
লুকোচুরি খেলে তোমার কবিতাগুলো ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন