হলমার্ক কেলেঙ্কারির ২য় সংস্করণ
হলমার্ক কেলেঙ্কারির ২য় সংস্করণ
আহমদ আল হুসাইন
বাংলাদেশের ইতিহাসে কুখ্যাত আর্থিক কেলেংকারীর নাম হলমার্ক । বর্তমান মহাজোট সরকারের এটাই সবচেয়ে বড় সাফল্য । এই কুখ্যাত আর্থিক কেলেংকারীর মুল হোতা রাষ্ট্রায়ত্ব সোনালি ব্যাংক। যার সাথে আরও জড়িত আছে দেশের প্রতিটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংক, এর পরিচালনা পরিষদ এবং অনেক প্রভাবশালী ব্যক্তি। এমনকি দুইজন উপদেষ্টা এর সাথে জড়িত আছে বলে অভিযোগ পাওয়া যায় । বাচাল আর অদক্ষ টাকওয়ালা অর্থমন্ত্রী ছিলেন এই কেলেঙ্কারির মৌন প্রভাবক । এই পূর্ব পরিকল্পিত কেলেংকারির মাধ্যমে লোপাট করা হয়েছে ৪ হাজার কোটি টাকা ।
খবরটি মিডিয়ায় আসায় পর থেকেই শুরু হয় হই চই । টনক নড়ে সরকারের । অসংলগ্ন বক্তব্যের ব্যারিকেট দিয়ে আবুল মাল একে ধামাচাপা দিয়ে চেয়েছিলেন । পারেন নি । না পেরে মিডিয়ার উপর ক্রুদ্ধ হয়েছেন তিনি । তখন বেসামাল অর্থমন্ত্রী বলেছিলেন, ''হলমার্ক কেলেংকারী নিয়ে হৈ চৈ করার কিছু নেই। আমরা বছরে ৪০ হাজার কোটি টাকা ঋণ দেই। এর মধ্যে তিন- চার হাজার কোটি টাকা বড় কিছু নয়। বরং সংবাদ মাধ্যম এ নিয়ে বাড়াবাড়ি করে দেশের ক্ষতি করছে। ভাবটা এমন যেন দেশের ব্যাংকিং সেক্টর ধসে গেছে। এতে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।'' মন্ত্রির এই বক্তব্যের পর আর তো বুঝার কিছুই বাকি থাকে না ।
আহমদ আল হুসাইন
আবুল মালের সম্পাদনায় বাজারে এসেছে হলমার্ক কেলেঙ্কারির ২য় সংস্করণ
গুম,খুন, হত্যা,গ্রেপ্তার, হামলা- মামলা,বিরোধী দল নিধন,সরকারি
হরতাল,আবুলের পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারিসহ সরকারের সাফল্যের তালিকা
বর্ধিত হল । এবার যুক্ত হল হলমার্ক কেলেঙ্কারির ২য় সংস্করণ । দেশ পরিচালনার রোল মডেল এই সরকার ।
বাংলাদেশের ইতিহাসে কুখ্যাত আর্থিক কেলেংকারীর নাম হলমার্ক । বর্তমান মহাজোট সরকারের এটাই সবচেয়ে বড় সাফল্য । এই কুখ্যাত আর্থিক কেলেংকারীর মুল হোতা রাষ্ট্রায়ত্ব সোনালি ব্যাংক। যার সাথে আরও জড়িত আছে দেশের প্রতিটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংক, এর পরিচালনা পরিষদ এবং অনেক প্রভাবশালী ব্যক্তি। এমনকি দুইজন উপদেষ্টা এর সাথে জড়িত আছে বলে অভিযোগ পাওয়া যায় । বাচাল আর অদক্ষ টাকওয়ালা অর্থমন্ত্রী ছিলেন এই কেলেঙ্কারির মৌন প্রভাবক । এই পূর্ব পরিকল্পিত কেলেংকারির মাধ্যমে লোপাট করা হয়েছে ৪ হাজার কোটি টাকা ।
খবরটি মিডিয়ায় আসায় পর থেকেই শুরু হয় হই চই । টনক নড়ে সরকারের । অসংলগ্ন বক্তব্যের ব্যারিকেট দিয়ে আবুল মাল একে ধামাচাপা দিয়ে চেয়েছিলেন । পারেন নি । না পেরে মিডিয়ার উপর ক্রুদ্ধ হয়েছেন তিনি । তখন বেসামাল অর্থমন্ত্রী বলেছিলেন, ''হলমার্ক কেলেংকারী নিয়ে হৈ চৈ করার কিছু নেই। আমরা বছরে ৪০ হাজার কোটি টাকা ঋণ দেই। এর মধ্যে তিন- চার হাজার কোটি টাকা বড় কিছু নয়। বরং সংবাদ মাধ্যম এ নিয়ে বাড়াবাড়ি করে দেশের ক্ষতি করছে। ভাবটা এমন যেন দেশের ব্যাংকিং সেক্টর ধসে গেছে। এতে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।'' মন্ত্রির এই বক্তব্যের পর আর তো বুঝার কিছুই বাকি থাকে না ।
prothom-alo.com/detail/date/2013-04-24/news/347218
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন