তোমাকে ছাড়া ভালোলাগার আর কিছুই নেই আমার
গতকাল রাত থেকে তোমার সাথে কথা হয় নাই । সকালে তোমাকে কল করেছিলাম । তুমি রিসিভ কর নাই । মোবাইল তোমার কাছে ছিল কিনা তাও জানি না । কয়েকবার কল দিয়ে আর দেই নাই । দুপুরেও কল দিলাম । ব্যর্থ হলাম । বাসায় এসে কিছুই ভাল লাগছিল না । অনেক বেশি মনে পড়ছিল তোমাকে । অনেক খারাপ লাগছিল । থাকতে পারছিলাম না । তাই তোমার মানা সত্ত্বেও ঘুমের ওষুধ খেয়ে ঘুমের কলে নিজেকে সঁপে দিলাম।
স্বপ্নেও দেখলাম তোমাকে । ঘুম ভেঙ্গে গেল । ঘুম থেকে উঠার পর থেকে আমার সেই কি অস্থিরতা । আমি পারছিলাম না । একা একা বোবার মতো অনেক কেঁদেছি । অনেক কেঁদেছি । আর সহ্য করতে না পেরে বাসার বাইরে চলে গেলাম । চন্দ্রিমা উদ্যানে একাকী বসে ছিলাম । জীবন টা এত কঠিন কেন ? ভাবতে ভাবতে অঝোরে ঝরেছে এই দু চোখের জল ।
এখনও কিছুই ভাল লাগছে না । তোমাকে ছাড়া ভালোলাগার আর কিছুই নেই আমার ।
স্বপ্নেও দেখলাম তোমাকে । ঘুম ভেঙ্গে গেল । ঘুম থেকে উঠার পর থেকে আমার সেই কি অস্থিরতা । আমি পারছিলাম না । একা একা বোবার মতো অনেক কেঁদেছি । অনেক কেঁদেছি । আর সহ্য করতে না পেরে বাসার বাইরে চলে গেলাম । চন্দ্রিমা উদ্যানে একাকী বসে ছিলাম । জীবন টা এত কঠিন কেন ? ভাবতে ভাবতে অঝোরে ঝরেছে এই দু চোখের জল ।
এখনও কিছুই ভাল লাগছে না । তোমাকে ছাড়া ভালোলাগার আর কিছুই নেই আমার ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন