তুমি তুমি তুমি
তুমি তুমি তুমি আহমদ আল হুসাইন তোমাকে ভালোবেসে তোমার খারাপ ই করলাম । সারাক্ষণ তুমি অস্থিরতায় থাক । পড়ালেখা করতে পার না । মন খারাপ করে থাক । তোমার এই মন খারাপ করে থাকা টা আমি মেনে ই নিতে পারি না । তোমার মন খারাপ থাকলে আমার ও অনেক খারাপ লাগে না । ভালো লাগে না কিছুই । তোমার সব কথা ই আমি মেনে নিয়েছি । মেনে নেওয়ার চেষ্টা করেছি । হয় তো সব কিছুই ওভাবে পালন করতে পারিনি । আজ ক' দিন হল তোমার সাথে ঠিক মতো কথা হয় না । আমার খুব খারাপ লাগে । অনেক মনে পড়ে তোমাকে । একা একা শুয়ে শুয়ে কাঁদি । বালিশ ভিজে যায় । এতটাই খারাপ লাগে যে আমি নিজে কে ই আর নিয়ন্ত্রণ করতে পারি না । তুমি অনেক ভালো একটা মেয়ে । অনেক ভালো । তোমার সব কিছুই আমার এত টা ভালো লাগে যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না । তোমাকে যতটুকু ভালোবাসি , তততুকু ই শ্রদ্ধাবোধ তোমার প্রতি আমার । ইউনিভার্সিটি জীবনে তোমার প্রথম পরীক্ষা আজ । পরীক্ষার সময় বারবার কেন জানতে চাচ্ছিলাম জানো ? পরীক্ষার আগে পরে কল করে একটু তোমার খোঁজ খবর নিতাম । পরীক্ষা কেমন দিলে জানতে পারলে অনেক ভালো লাগত । শুধু নিজের ভালো লাগার জন্য নয় । তোমার ও হয় তো কিছু টা ভালো লাগ...