পোস্টগুলি

এপ্রিল, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি তুমি তুমি

 তুমি তুমি তুমি আহমদ আল হুসাইন তোমাকে ভালোবেসে তোমার খারাপ ই করলাম । সারাক্ষণ তুমি অস্থিরতায় থাক । পড়ালেখা করতে পার না । মন খারাপ করে থাক । তোমার এই মন খারাপ করে থাকা টা আমি মেনে ই নিতে পারি না । তোমার মন খারাপ থাকলে আমার ও অনেক খারাপ লাগে না । ভালো লাগে না কিছুই । তোমার সব কথা ই আমি মেনে নিয়েছি । মেনে নেওয়ার চেষ্টা করেছি । হয় তো সব কিছুই ওভাবে পালন করতে পারিনি । আজ ক' দিন হল তোমার সাথে ঠিক মতো কথা হয় না । আমার খুব খারাপ লাগে । অনেক মনে পড়ে তোমাকে । একা একা শুয়ে শুয়ে কাঁদি । বালিশ ভিজে যায় । এতটাই খারাপ লাগে যে আমি নিজে কে ই আর নিয়ন্ত্রণ করতে পারি না । তুমি অনেক ভালো একটা মেয়ে । অনেক ভালো । তোমার সব  কিছুই আমার এত টা ভালো লাগে যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না । তোমাকে যতটুকু ভালোবাসি , তততুকু ই শ্রদ্ধাবোধ তোমার প্রতি আমার । ইউনিভার্সিটি জীবনে তোমার প্রথম পরীক্ষা আজ । পরীক্ষার সময় বারবার কেন জানতে চাচ্ছিলাম জানো ? পরীক্ষার আগে পরে কল করে একটু তোমার খোঁজ খবর নিতাম । পরীক্ষা কেমন দিলে জানতে পারলে অনেক ভালো লাগত । শুধু নিজের ভালো লাগার জন্য নয় । তোমার ও হয় তো কিছু টা ভালো লাগ...

সিলগালা করে দেওয়া হোক বুদ্ধি প্রতিবন্ধী স্বরাষ্ট্রমন্ত্রির মুখ

সিলগালা করে দেওয়া হোক বুদ্ধি প্রতিবন্ধী স্বরাষ্ট্রমন্ত্রির মুখ আহমদ আল হুসাইন রাষ্ট্রীয় ভাবে শোক দিবসের ঘোষণা দিয়ে লাভ কি ? সংসদে লোক দেখানো শোক প্রস্তাব করেই বা লাভ কি ? লাভ নেই লোক দেখানো সহমর্মিতার মেলার আয়োজন করে । তার চেয়ে ভাল বুদ্ধি প্রতিবন্ধী স্বরাষ্ট্রমন্ত্রির মুখ কসটেপ দিয়ে আটকে রাখা , তার মুখ সিলগালা করে দেওয়া । স্বজনদের হারিয়ে মানুষ যখন শোকে কাতর , হরতালকারীরা বিল্ডিং নাড়া দিয়েছে বলে ঠাট্টা করে বেজন্মা মখা চৌধুরী । আপনজন হারানো মানুষদের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতেও পিছ পা হন নি এদেশের প্রধানমন্ত্রী । দলের এক পিচাশ সোহেল রানা কে বাচানোর জন্য মহান জাতীয় সংসদে দাড়িয়ে তিনি খুব সুন্দর করে বললেন , ''সোহেল রানা যুবলীগের কেউ না ।'' ধিক্কার আপনাকে মহান সংসদে এত বড় একটা মিথ্যা কথা বলে আপনি স্বজনহারা মানুষদের আবারও ব্যথিত করলেন । ধ্বংসস্তূপের চাপায় পরে শাহাদত বরন করা মানুষদের আত্মা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই সংসদ থেকে বের করে দিবে ।

তোমাকে ছাড়া ভালোলাগার আর কিছুই নেই আমার

গতকাল রাত থেকে তোমার সাথে কথা হয় নাই । সকালে তোমাকে কল করেছিলাম । তুমি রিসিভ কর নাই । মোবাইল তোমার কাছে ছিল কিনা তাও জানি না । কয়েকবার কল দিয়ে আর দেই নাই । দুপুরেও কল দিলাম । ব্যর্থ হলাম । বাসায় এসে কিছুই ভাল লাগছিল না । অনেক বেশি মনে পড়ছিল তোমাকে । অনেক খারাপ লাগছিল । থাকতে পারছিলাম না । তাই তোমার মানা সত্ত্বেও ঘুমের ওষুধ খেয়ে ঘুমের কলে নিজেকে সঁপে দিলাম। স্বপ্নেও দেখলাম তোমাকে । ঘুম ভেঙ্গে গেল । ঘুম থেকে উঠার পর থেকে আমার সেই কি অস্থিরতা । আমি পারছিলাম না । একা একা বোবার মতো অনেক কেঁদেছি । অনেক কেঁদেছি । আর সহ্য করতে না পেরে বাসার বাইরে চলে গেলাম । চন্দ্রিমা উদ্যানে একাকী বসে ছিলাম । জীবন টা এত কঠিন কেন ? ভাবতে ভাবতে অঝোরে ঝরেছে এই দু চোখের জল । এখনও কিছুই ভাল লাগছে না । তোমাকে ছাড়া ভালোলাগার আর কিছুই নেই আমার ।

তোমার কবিতাগুলো

তোমার কবিতাগুলো আহমদ আল হুসাইন হিম শীতল বাতাসের পিঠে ভর করে রোজ তুমি ছুয়ে যাও আমাকে আর আমি ছুঁতে গিয়েও পারি না তোমার লেখা কবিতার নরম হাত পা ছুই , ছুঁতে দেখি অন্ধকারে, আলোয় তুমি হেসে ওঠো, ভেসে ওঠো জলছাপ ভাললাগার আয়নায় তোমার কবিতাগুলো এত লাজুক কেন আমাকে দেখে ওরা ঘোমটা দেয় চুপি চুপি ডাইরি থেকে বেড়িয়ে পরে আমার আর আমার এই ছোট্ট রুমের চারপাশ জুড়ে লুকোচুরি খেলে তোমার কবিতাগুলো ।

সাভার ট্রাজেডির বুকের উপর পা দিয়ে লাশ গুমের পায়তারা

সাভার ট্রাজেডির বুকের উপর পা দিয়ে লাশ গুমের পায়তারা আহমদ আল হুসাইন স্বজনদের আর্তনাদ আর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে সাভারের চারপাশের পরিবেশ । উদ্ধার কাজ যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।  সরকারি ভাষ্যমতে ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৭৬ টি মৃতদেহ ও দেড় শতাধিক আহত ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে । স্থানীয়দের দেয়া তথ্য মতে এখন পর্যন্ত ১৭৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে লাশ গুম করার অভিযোগও উঠছে ।  নিখোঁজদের স্বজনদের দাবি ঘটনাস্থল থেকে উদ্ধারের পর লাশ সরিয়ে ফেলছে লাঠি বহনকারি একদল তরুন। এদিকে স্থানিয় একটি হাসপাতালের গোপন কক্ষে তালাবদ্ধ অবস্থায় দেখা মিলেছে অগনিত লাশের। এমনকি বেওয়ারিশ লাশ বহনকারি প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের অন্তত ১০টি বড় লাশবাহি গাড়ি অবস্থান করতে দেখা গেছে হাসপাতাল এলাকায়। বিজিএমইএর তথ্যমতে , রানা প্লাজার ওই ভবনে ২,৬৩৮ জন কর্মী কর্মরত অবস্থায় ছিলো । এর মধ্যে ৩য় তলায় – ৮৭৫ জন , ৪র্থ তলায় – ৪৯৫ জন , ৫ম তলায় – ৪৭৮ জন , ৬ষ্ঠ তলায় – ৩৪০ জন, ৭ম তলায় – ৪৫০ জন কর্মরত ছিলেন । কর্মরত শ্রমিকদের সংখ্যা যেহেতু জানা আছে তাই নিহত আর আহতের ...

সালামের সেঞ্চুরি এবং বড় ভাই

সালামের সেঞ্চুরি এবং বড় ভাই আহমদ আল হুসাইন উঠতে সালাম । বসতে সালাম । বড় ভাই । ছোট ভাই । হলের ভাই । ডিপার্টমেনটের ভাই । সংগঠনের ভাই । ক্যাম্পাস জুড়ে এই ভাইয়ের ছড়াছড়ি । দেখা হলেই সালাম । মুখমুখি হলেই সালাম । সিঁড়িতেও সালাম । টয়লেটের গেটেও সালাম । এ সব সালামে শ্রদ্ধার ছিটে ফোটা আছে কিনা তাতেও আছে ঢের সন্দেহ । ভয়ের মোড়কে জড়ানো এসব সালাম রাজনৈতিক সালামের প্রতিবিম্ব । আর এসব সালাম হলের সিট রক্ষার জন্য ভালো একটা তাবিজ । অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়ার উত্তম হোমিও প্যাথ । ২০১১ সাল । জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা । ডেইরি গেটে নামলাম । জীবনের এই প্রথম জাবির ক্যাম্পাসে আসা । অসাধারণ একটা ক্যাম্পাস । ভিতরে ঢুকতেই এখানে পড়ার ইচ্ছে বেড়ে গেল আরও দিগুন । প্রাকৃতিক সৌন্দর্যের নয়নাভিরাম চাদরে জড়ানো চারপাশ । উঠলাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি হলে । ২৪০ নাম্বর রুম । রেফারেন্স আমার এক বন্ধুর নাহিদের কাজিন । মাস্টার্সের ছাত্র । রুম টা ফাঁকাই ছিল । তারা ছিল দুই জন আর আমরা দুই জন । হলে থাকার নিয়ম কাননের উপর দশ বার মিনিটের একটা ক্লাস নিলেন সজল ভাই । লুঙ্গি পড়ে টয়...

ধর্ষণের ভাইরাসে আক্রান্ত চারপাশ

ধর্ষণের ভাইরাসে আক্রান্ত চারপাশ আহমদ আল হুসাইন ধর্ষণ ভাইরাসে আক্রান্ত চারপাশ । দিল্লির ঘটনার পর থেকে একের পর এক এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেই চলেছে । দিল্লি , টাঙ্গাইলের পর এবার ঢাকার সাভারে কলেজছাত্রীকে ধর্ষণ এবং তার ভিডিও চিত্র ধারণের ঘটনা ঘটেছে । চার বছরের নিষ্পাপ শিশুও ধর্ষকদের বিষাক্ত থাবা থেকে নিস্তার পাচ্ছে না । টাঙ্গাইলে গণধর্ষণের শিকার মেয়েটি কে দেখানো হয়েছিল প্রলোভন আর উজ্জ্বল ভবিষ্যতের প্রানবন্ত প্রতিচ্ছবি ।  নাটকে  অভিনয়ের প্রলোভন । দারুন একটা স্বপ্নের হাতছানি পেয়েছিল মেয়েটি । কিন্তু এই সর্বনাশা স্বপ্নের বিষাক্ত ইনজেকশনে যে তার জীবন মরণাপন্ন হতে পারে সে তা ভাবতেও পারেনি । নাটকে অভিনয়ের প্রলোভন দেখিয়ে মধুপুরের প্রত্যন্ত অঞ্চলে নেওয়া হয় মেয়েটিকে । এরপর চার  ধর্ষকের অবানবিক আর পাশবিক চিত্রনাট্য পরিচালিত হয় শুক্রবার দিনভর ।  ধর্ষণে সহায়তা করে তার বান্ধবী বীথি আক্তার ওরফে ইভা । পুরুষশাসিত সমাজে নারীরা প্রতিনিয়ত বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছে । কিন্তু বর্তমানে পুরুষের পাশপাশি নারীরা ই আর নারীদের জন্য নিরাপদ নয় । নিজের বান্ধবীকে ধর্ষণে সে নি...

খুব মনে পড়ছে তোমাকে

খুব মনে পড়ছে তোমাকে আহমদ আল হুসাইন আবার কাল কে পরীক্ষা । পড়তেও বসেছিলাম । সেই কতক্ষণ শিট নিয়ে বসেছিলাম । শেষ পর্যন্ত পড়া হল না একটুও । পড়ায় মন নেই । মন নিজেকে হারিয়েছে অন্য কোথাও । ফুল ভলিউমে আশিকি ২ মুভির গান চলছে । দরজা জানালা খোলা । বাইরের ঠাণ্ডা বাতাসে পুরো রুম ই ঠাণ্ডা হয়ে গেছে । শুধু পারছি না অস্থির এই মন টা কে একটু সান্ত্বনা দিতে । মন কে একটু শীতল করতে ব্যর্থ হচ্ছি বারবার । মন তো মন ই । মন তো আর বাস্তবতার সমীকরণ বুঝে না । ... বুঝতেও পারে না । নীরবতার চার দেয়ালে আটকা পরে অসহায়ের মত শুধু হু হু করে কাঁদতেই শিখেছে মন । Hum tere bin ab reh nahi sakte/Tere bina kya wajood mera Tujhse juda gar ho jaayenge/Toh khud se hi ho jaayenge judaa Kyunki tum hi ho/Ab tum hi ho/Zindagi ab tum hi ho Chain bhi, mera dard bhi/Meri aashiqui ab tum hi ho Tera mera rishta hai kaisa Ik pal door gawara nahi Tere liye har roz hai jeete Tujh ko diya mera waqt sabhi Koi lamha mera na ho tere bina Har saans pe naam tera খুব মনে পড়ছে তোমাকে । miss u so much .......................

হলমার্ক কেলেঙ্কারির ২য় সংস্করণ

হলমার্ক কেলেঙ্কারির ২য় সংস্করণ আহমদ আল হুসাইন আবুল মালের সম্পাদনায় বাজারে এসেছে হলমার্ক কেলেঙ্কারির ২য় সংস্করণ গুম,খুন, হত্যা,গ্রেপ্তার, হামলা- মামলা,বিরোধী দল নিধন,সরকারি হরতাল,আবুলের পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারিসহ সরকারের সাফল্যের তালিকা বর্ধিত হল । এবার যুক্ত হল হলমার্ক কেলেঙ্কারির ২য় সংস্করণ । দেশ পরিচালনার রোল মডেল এই সরকার । বাংলাদেশের ইতিহাসে কুখ্যাত আর্থিক কেলেংকারীর নাম হলমার্ক । বর্তমান মহাজোট সরকারের এটাই সবচেয়ে বড় সাফল্য । এই কুখ্যাত আর্থিক কেলেংকারীর মুল হোতা রাষ্ট্রায়ত্ব সোনালি ব্যাংক। যার সাথে আরও জড়িত আছে দেশের প্রতিটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংক, এর পরিচালনা পরিষদ এবং অনেক প্রভাবশালী ব্যক্তি। এমনকি দুইজন উপদেষ্টা এর সাথে জড়িত আছে বলে অভিযোগ পাওয়া যায় । বাচাল আর অদক্ষ টাকওয়ালা অর্থমন্ত্রী ছিলেন এই কেলেঙ্কারির মৌন প্রভাবক । এই পূর্ব পরিকল্পিত কেলেংকারির মাধ্যমে লোপাট করা হয়েছে ৪ হাজার কোটি টাকা । খবরটি মিডিয়ায় আসায় পর থেকেই শুরু হয় হই চই । টনক নড়ে সরকারের । অসংলগ্ন বক্তব্যের ব্যারিকেট দিয়ে আবুল মাল একে ধামাচাপা দিয়ে চেয়েছিলেন । পারেন ন...