পোস্টগুলি

2015 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দুই নীতি ই এখন গণতন্ত্র, যা বুঝার বুঝে নিন

  আহমদ আল হুসাইন      উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ ।কথা টা এখন সত্যি। একেবারে নিরেট সত্যি । এক গ্রুপ যখন ইচ্ছে হরতাল দিচ্ছে। অবরোধ দিচ্ছে। বাসে আগুন দিচ্ছে। রেল লাইনের ফিস প্লেট রাতের অন্ধকারে তুলে ফেলছে। লাইনচ্যুত হচ্ছে ট্রেন । হতাহতের ঘটনা ঘটছে। ভেঙ্গে পড়ছে হচ্ছে রেল যোগাযোগ । আবার আরেক গ্রুপ নিরাপত্তার নামে বালুর ট্রাকের বাইস্কপ দেখাচ্ছে। হামলা, মামলা, পুলিশের গুলি আর সেই সাথে গণগ্রেপ্তার। গলা টিপে ধরছে মিডিয়ার। কিন্তু কেন এসব হচ্ছে ? উত্তর হয় তো সবারই জানা ।   গণতন্ত্রের কিচ্ছা শুনাতে উনারা ভালই পারেন। সম্ভাবত গণতন্ত্রের এই কিচ্ছা কাহিনী শুনানোর উপর ওরা স্কলার, পিএইচডি ধারী। কে কোথায় থেকে পিএইচডি জানা না থাকলেও বুঝতে পারি যে উনারা এই ফিল্ডে বেশ এক্সপার্ট । গণতন্ত্র রক্ষা দিবসের নামে সরকারের যে ভণ্ডামি তার কোন যৌক্তিকতা নেই। মিডিয়ার টুটি টিপে ধরা, বাক স্বাধীনতা কে হরণ করা, কথায় কথায় গ্রেপ্তার আর বন্দুকের নল দেখানো গণতন্ত্র বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই। দমন পীড়ন নীতি কে তো আর গণতন্ত্র বলে না ।   ভণ্ড পীরের থেকেও ভয়ংকর এই সরকা...