রোদ ছুঁয়ে খুঁজে পাই তোকে

আহমদ আল হুসাইন


পড়ার টেবিল, চায়ের কাপ, সকালের পত্রিকা আর বইয়ের পাতার ভাঁজে ভাঁজে লেপটে আছিস তুই । ভোরের শ্বেতশুভ্র শিশির আর সকালের নরম রোদের সাথে তোর আগমন আমাকে আনমনা করে তোলে । আমি রোদ ছুঁয়ে দেখি । তোকে খুঁজে পাই ।


জানি না কেন তোকে এতো বেশি মনে পড়ে। মনে পড়লে তোর কাছে যেতে খুব ইচ্ছে করে । ভাল লাগে না কিছুই । বাতাসে মিশে চারপাশ জুড়ে তখন তুই তুই তুই । অস্থিরতার পারদ গলতে থাকে। আমি বাসা থেকে বের হই । রাস্তার পাশ দিয়ে আনমনে হেঁটে চলি । বাসের হর্ন আর চারপাশের কোলাহল কিছুই আমি শুনতে পাই না । আমি হেঁটেই চলি ।


তোদের এলাকাটা এখন আমার অনেক প্রিয় একটা জায়গা । এই তো ক'দিন আগেও আমি ওই এলাকা চিনতাম না। এখন তো চিনি । কোলাহল আর যানজটের এই শহরে একটু প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি । একটু বুক ভরে নিঃশ্বাস নিতে আমি মাঝে মাঝেই তোদের এলাকায় যা ই । অন্যরকম একটা ভালোলাগা আমাকে ছুঁয়ে যায় ।








মন্তব্যসমূহ