সুখের স্মৃতিগুলোই হয়ে ওঠে বিদ্রোহী আহমদ আল হুসাইন জীবনের সুখকর স্মৃতিও এক সময় আত্মঘাতী হয়ে ওঠে । জীবন আর জীবনের কঠিন সব বাস্তবতাকে ছুড়ে ফেলে দিয়ে অতীত স্মৃতিগুলো কখনো কখনো সেই মানুষটা কে বিধ্বস্ত করার আজব খেলায় মেতে ওঠে । একে পরাস্ত করা সত্যি ই কঠিন । কিছু কিছু স্মৃতি বিষাক্ত ইনজেকশনের মত । একবার পুশ দিলেই যথেষ্ট । পুরনো সেই সব কথাগুলো , সেই সব মুহূর্ত গুলো খুব সহজেই ভেসে ওঠে মনের স্বচ্ছ মনিটরে । চেহারার রঙ বদলে যায় । বদলে যায় অনুভূতির রঙ্গও । আর এভাবেই ক্রমশ বদলাতে থাকে জীবনের রঙ আর রঙধনু । মানুষের জীবনের কোন একটা ধাপে এসে অসাধারণ কিছু মুহূর্ত , কিছু ভাললাগা আর উপলব্ধি এসে ধরা দেয় অবলীলায় । হাতছানি দেয় স্বপ্নের এক নতুন পৃথিবী । ভাবনার জগতে উকি দেয় অনুভুতিরা । চোখের সাদা গ্লাসও হয়ে উঠে রঙিন । স্মৃতিরা বড়ই অদ্ভুত । এদের পোষ মানানো দুষ্কর । আবার থেকে মুক্তি পাওয়ারও কোন পথ নেই । জীবনের ভাঁজে ভাঁজে মিশে যায় এরা । জীবনের কিছু টা পথ পাড়ি দেওয়ার পরে এরাই হয়ে ওঠে জীবন কিংবা জীবনের পরম পাথেয় । স্মৃতিরা হাঁসাতেও পারে , কাঁদাতেও পারে । তবে দুঃখের স্মৃতিগুলো অন...